নওগাঁর ধান-সবজির মাঠ যেন মৃত্যু ফাঁদ

- আপডেট সময় : ০৩:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
নওগাঁর ধান-সবজির মাঠগুলো যেনো মৃত্যু ফাঁদ। সেঁচ সুবিধা পেতে যত্রতত্র বসানো হয়েছে বৈদ্যুতিক মোটর। আর সেগুলোর হাইভোল্টেজ তার নিয়ে যাওয়া হয়েছে বাঁশের খুঁটি দিয়ে। ঝুঁকিপূর্ণ সংযোগ থেকে মৃত্যুর ঘটনাও ঘটছে বিভিন্ন সময়।
নওগাঁয় ফসলের মাঠে যত্রতত্র বাঁশের খুঁটি দিয়ে বৈদ্যুতিক তার টানা হয়েছে। হালকা বাতাসেই খুঁটি ভেঙ্গে পড়ে যায় জমিতে।
একটু অসতর্ক হলেই এসব হাইভোল্টেজ তার জড়িয়ে যায় শরীরে। বিদ্যুৎ থাকলে সাথে সাথে ঘটে মৃত্যুর মতো ঘটনা। আশপাশের প্রায় গ্রামেই এমন ঘটনার স্বাক্ষী রয়েছে।
অপরিকল্পিতভাবে মাঠের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে একাধিক মোটর। বিদ্যুৎ বিভাগকে খুশি করার মাধ্যমে সহজেই অনুমোদন পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
তবে আর্থিক লেনদেনের কথা অস্বীকার করে বিদ্যুৎ বিভাগ। তারা বলেন, মৃত্যু ঝুঁকি থাকলেও মাঠে মানুষের বিচরন কম হওয়ায় দুর্ঘটনাও তেমন না।
নওগাঁ পল্লী বিদ্যুতের দুই সমিতির অধীনে বৈধ ও ঝুঁকিপূর্ন মিলিয়ে সেঁচ গ্রাহকের সংখ্যা ১১ হাজার ৫শ’ ৫৩ জন।