নওগাঁয় সব রকম চালের দাম কেজিতে বেড়েছে ৩ টাকা
- আপডেট সময় : ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ২০৮৫ বার পড়া হয়েছে
নওগাঁয় সব রকম চালের দাম কেজিতে বেড়েছে ৩ টাকা পর্যন্ত। মিলারদের দাবি–কৃষকের গোলায় ধান নেই, ফলে আমদানী কম হাটে। তবে কৃষকদের অভিযোগ, মৌসুমে শুরুতেই কৃষকের ধান বিক্রি শেষ। সেই ধান মিলাররা মজুত করে দাম বাড়িয়ে দোষ চাপাচ্ছে কৃষকের উপর।
নওগাঁর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৩ টাকা। বিশেষ করে স্বর্না-৫ মোটা জাতের চাল ৪৭ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন, মোকাম থেকেই বেশি দামে কিনতে হচ্ছে চাল। ফলে খুচরা বাজারে বেড়েছে চালের দাম। মিল মালিকদের অজুহাত– কৃষকের গোলায় ধান নেই, ফলে হাট-বাজারে চাহিদার তুলনায় ধানের আমদানি কম। অন্যদিকে পরিবহন এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। এর প্রভাব পড়েছে ধান-চালের বাজারে।
তবে ব্যবসায়ীদের সাথে একমত নন কৃষকরা। তাদের দাবী, ভরা মৌসুমেই চাষীদের কাছ থেকে কম দামে ধান কিনে মজুত করেন
মিলাররা। সেই ধানই এখন বেশি দামে বিক্রি হচ্ছে বাজারে। চলতি মৌসুমে ধান-চালের দাম আর না কমবে না, এমন ঈঙ্গিতই দিয়েছেন ব্যবসায়ীরা।


























