নওগাঁয় সই জাল করে বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানো প্রতারক চক্রের মূল হোতা আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
নওগাঁয় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সই জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানো প্রতারক চক্রের মূল হোতা অসীম হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। এসময় পুলিশ সুপার আরো জানান, অসীম হোসেন নিজের সরকারি চাকুরীর জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সরকারি অফিস এবং দপ্তর গুলোতে পাঠাতো। এমন তথ্যর ভিত্তিতে গেলরাতে জেলার মান্দা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যাবহৃত নানাবিধ নথিপত্র ২টি মোবাইল ও ১টি হাডডিস্ক উদ্ধার করা হয়।























