নওগাঁয় আদালত চত্ত্বরে আইনজীবীকে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় ৪ পুলিশ সদস্যকে ক্লোজড

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
নওগাঁয় আদালত চত্ত্বরে আইনজীবীকে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
তৃতীয় দিনের মত সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জন করে কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। এতে ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসা মানুষ। সকালে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, আইনজীবীদের সাথে বৈঠকের পর সংশ্লিষ্ট পুলিশের চার সদস্যকেও ক্লোজড করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্যর কমিটি গঠন করা হয়েছে। জেলা বার এসোসিয়েশনের সভাপতি খোদাদাত খান জানান, আজ সাধারণ সভায় পরবর্তী কর্মসূচী ঘোষণার দেয়ার কথাও জানান তিনি। গত সোমবার সকালে আদালত চত্বরে তুচ্ছ ঘটনায় এক আইনজীবীকে মারধর করে পুলিশের এক সদস্য।