ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে করোনার ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট

- আপডেট সময় : ০১:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
অসংখ্যবার রূপ পরিবর্তন করায় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে করোনার ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট। একই সাথে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা কার্যক্রম জোরদার করায় সংক্রমণ কমেছে বলে মনে করছেন চিকিৎসকরা।
গেল আগষ্ট মাসের শুরুতে করোনার তৃতীয় ঢেউয়ে চট্টগ্রামে সংক্রমণ ছিলো সর্বোচ্চ । যার ৯৪ শতাংশ রোগীই ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত। এমন গবেষণা প্রতিবেদন প্রকাশ করে চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিভাসু। সে সময় প্রতিদিন দু হাজারের কাছাকাছি শনাক্ত আর অন্তত ২০ জনের মৃত্যুর খবর জানাতো স্বাস্থ্য বিভাগ। দুই মাসের মধ্যে আক্রান্তের সংখ্যা পঞ্চাশের নিচে আর মৃত্যুর সংখ্যা বেশিরভাগ দিনই থাকছে শুন্যের কোটায়।
চিকিৎসকরা বলছেন, বাংলাদেশে পাওয়া ভেরিয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলো ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট। কিন্তু দ্রুত রূপ পরিবর্তন করে এখন দুর্বল হয়ে পড়েছে ভাইরাসটি।
স্বাস্থ্য বিভাগ বলছে, ডেল্টার শক্তি কমার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও স্বস্তি প্রকাশের সময় এখনো আসেনি।
আর জনস্বাস্থ্য অধিকার রক্ষা কর্মীদের অবিযোগ, তৃতীয় ঢেউয়ের শুরুতেও অনেকটা বিশৃঙ্খল ছিলো চিকিৎসা ব্যবস্থা। এখনো সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে উদাসীন হয়ে পড়েছে স্বাস্থ্য বিভাগ। ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের পাশাপাশি যুক্তরাজ্যের আলফা, আমেরিকার ল্যাম্বডা, আফ্রিকার বেটা, নাইজেরিয়ার ইটা, ব্রাজিলের গামাসহ আরো বেশ কয়েকটি ভেরিয়েন্টের অস্তিত্ব আছে বাংলাদেশে।