ধানতলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৭৭৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধানতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ গুলিতে জয়ন্ত কুমার নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। এসসময় আহত হন দু’জন।
সকালে বালিয়াডাঙ্গী উপজেলা ধনতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাবা মহাদেব কুমার সিংহসহ আহত দু’জন রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জয়ন্তর স্বজনরা জানান, গুলি করে হত্যার পর জয়ন্ত’র মরদেহ নিয়ে গেছে বিএসএফ। জয়ন্ত লাহীড়ি ধানতলা ইউনিয়নের বটতলী গ্রামের বাসিন্দা ছিলেন।


























