ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ এর ধাক্কায় একটি মালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ সিমান্তবর্তী নারায়ণগঞ্জের আলিরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ জামাল-নয়’ এর ধাক্কায় একটি মালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ লুৎফর রহমান জানায়, সকালে ধলেশ্বরী নদী হয়ে যাত্রীবাহী লঞ্চটি ঢাকার দিকে যাচ্ছিলো। এসময় মালবাহী একটি ট্রলার ঢাকা থেকে মুন্সীগঞ্জের দিকে আসছিলো। নৌযান দুটি মুন্সীগঞ্জের নারায়ণগঞ্জ অংশে আলীরটেক নদীতে পৌঁছলে লঞ্চের ধাক্কায় ডুবে যায়
ট্রলারটি। খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। ট্রলারের কেউ নিখোঁজ আছে কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। দূর্ঘটনার পর লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করায় সেটি আটক করা যায়নি।