ধর্ষণ মামলায় জেলখাটার প্রতিশোধ নিতেই স্ত্রী-সন্তানকে খুন
- আপডেট সময় : ০৮:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
ধর্ষণ মামলায় জেলখাটার প্রতিশোধ নিতে ধর্ষিতা নারীকে বিয়ে করে একপর্যায়ে হত্যা করে বরগুনার শাহীন মুন্সি। একই সাথে নয়মাস বয়সী সন্তানকেও হত্যা করে এই পাষণ্ড। নিজের স্ত্রী এবং সন্তানকে নির্মমভাবে হত্যার পর বাড়ির পাশে পরিত্যক্ত জমিতে লাশ পুঁতে রাখে শাহীন নিজেই। গ্রেফতারের পর সিআইডি’র কাছে স্ত্রী-সন্তান হত্যার তথ্য স্বীকার করে লোমহর্ষক বর্ণনা দিয়েছে ঘাতক শাহীন।
বরগুনার পাথরঘাটা উপজেলার হাতেমপুর গ্রামে স্ত্রী-সন্তানকে নিয়ে থাকতেন শাহীন মুন্সি। চলতি বছরের ২ ফেব্রুয়ারী নয় মাসের সন্তানসহ স্ত্রী সুমাইয়াকে হত্যা করে বাড়ীর পাশে দু’জনের লাশ পুতে রেখে পালিয়ে যায় শাহীন। পরেরদিন পুলিশ মাটির নীচ থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পাথরঘাটা থানায় হত্যা মামলা হয়।
পরে মামলা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ঘাতক শাহীন মুন্সিকে গ্রেফতারের পর হত্যারহস্য উদঘাটন করেন সিআইডি কর্মকর্তারা।
গ্রেফতারের পর শাহীন সিআইডিকে জানায়, স্ত্রী সুমাইয়াকে বিয়ের আগে ধর্ষণ করেছিল সে। এ ব্যাপারে ধর্ষিতা মামলা করায় শাহীন তিন মাস জেল খাটে। পরে পারিবারিকভাবে ঘটনার মীমাংসা হওয়ায় দু’জনের বিয়ে হয়। কিন্তু মন থেকে এ বিয়ে মেনে নিতে না পারায় প্রতিশোধ নিতেই সুযোগমতো শিশু কন্যাসহ স্ত্রীকে খুন করে শাহীন।
ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন এলাকার কেয়ারটেকার সুবল চন্দ্র পাল হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
























