ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান গ্রেপ্তার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৭২৭ বার পড়া হয়েছে
ধর্ষণ মামলায় সাতক্ষীরার শ্যামনগরে শীর্ষ সন্ত্রাসী ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
ভোরে শ্যামনগর উপজেলার মুন্সিগজ্ঞ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন খবর পেয়ে হাফিজুর রহমানের অবস্থান নিশ্চিত হয়ে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। একটি ধর্ষণ মামলার আদালতের গ্রেপ্তারী পরোয়ানায় তাকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। সে শ্যামনগর সদরের গোপালপুর গ্রামের মৃত. আব্দুল হামিদ সরদারের ছেলে। গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, হত্যা এবং ধর্ষণসহ ১২টি মামলা রয়েছে।