ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে অব্যাহত শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে, রাজধানীতে অব্যাহত রয়েছে শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ। বৃষ্টি উপেক্ষা করে আজও ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ করেন আন্দোলনকারীরা। এসময় ৭ দফা দাবির কথা জানান তারা।
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আবারো উত্তাল রাজপথ।
উত্তরায় টানা তিন দিনের মতো অব্যাহত প্রতিবাদ। শুধু নোয়াখালীর বেগমগঞ্জ নয় সারা দেশেই হচ্ছে ধর্ষণ আর নির্যাতন। এমন অভিযোগ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কঠোর আইনী ব্যবস্থা চান তারা।
এসময় ৭ দফা দাবির কথা জানান আন্দোলনকারী। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়া হুশিয়ারি।
একই দাবিতে শাহবাগ, বনানী ও মিরপুরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।