ধর্ষণরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ধর্ষণরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি।
ধর্ষণের মতো পাশবিকতা রুখতে ইতোমধ্যে আইনের সংশোধন করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া যে কোন ধরনের অন্যায়ের বিচার হবে জানিয়ে ধর্ষণের প্রচার কমানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুণমূলের মানুষই এদেশের মালিক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের সেবা নিশ্চিত করতে হবে। এ সেবার মনোভাব নিয়ে কাজ করতে সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


















