ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত : জামায়াতের আমীর

- আপডেট সময় : ০৬:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী। তিনি বলেন, আল্লাহভীরু মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। শনিবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলোনায়তনে ‘দাঈ ও ওয়ায়েজ’ সম্মেলনে এসব কথা বলেন জামায়াত ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।
আগামী ডিসেম্বরে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতের নতুন আমীর নির্বাচিত হবেন। নতুন আমীরের নেতৃত্বেই জামায়াত অংশ নিবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। দলটির পক্ষ থেকে এমন ঘোষণা আসে গেলো শুক্রবার। এরপর শনিবারের এই আয়োজনে প্রথম কথা বললেন জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে বিরল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সমাজ গঠনে জাতিকে জাগ্রত করা ওলামায়ে কেরামের দায়িত্ব। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, জামায়াতে ইসলামী।
নির্বাচনী প্রেক্ষাপটকে সামনে রেখে বেশকিছু মন্তব্য করেন জামায়াতের বিদায়ী আমীর। সাদাকে সাদা আর কালোকে কালো হিসেবে… জাতির সামনে পরিস্কার করতেও গণমাধ্যমের প্রতি আহবানও জানান জামায়াতের আমীর।
মানবিক সমাজ গড়তে জাতিকে পথ দেখাতে ধর্মজ্ঞানীদের আহ্বানও জানান জামায়াত আমীর শফিকুর রহমান।