ধর্মীয় অবমাননার কথিত অভিযোগে হত্যার ঘটনায় আরো এক জন গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েলকে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে মারার মামলায় আরো এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ নিয়ে তিন মামলায় মোট তেত্রিশ আসামী গ্রেফতার হল। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, গ্রেফতার আফিজউদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। উল্লেখ্য গেল ২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে গুজব ছড়িয়ে নৃসংশ এ ঘটনা ঘটানো হয়। ধর্মীয় অবমাননার কথিত অভিযোগ তুলে গুজব ছড়িয়ে মানসিক ভারসাম্যহীন জুয়েলকে হত্যার পর পুড়িয়ে মারা হয়।