ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করেছেন ট্রাক শ্রমিক-মালিক সমিতির নেতারা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করেছেন ট্রাক শ্রমিক-মালিক সমিতির নেতারা। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব। জানান, দাবি মানা না হলে পরিবহন ধর্মঘট চলবে।
আব্দুল মোতালেব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দাবির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে তাদের সিদ্ধান্ত জানাবেন। দাবি মানা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। গত বুধবার রাতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ৬৫ টাকা থেকে বৃদ্ধি করে ৮০ টাকা করা হয়। এরপর, শুক্রবার সকাল থেকে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরিচালক-মালিকেরা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। তাদের সঙ্গে যোগ দেন বাসচালক-মালিকেরা।