দ্রুত বিচার শেষ করতে গঠন হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল: আইন উপদেষ্টা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১৬ বার পড়া হয়েছে
জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সরকার তৃতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের চিন্তা করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আইন উপদেষ্টা বলেন, “জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতি সন্তোষজনক। তবে প্রয়োজন হলে দ্রুত বিচার নিশ্চিত করতে গঠন হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল।”
এসময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগের ফলে ভুক্তভোগী পরিবারগুলোও আশার আলো দেখছে।