দ্রব্যমূল্য সহনীয় রাখতে না পারার ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ২০৮৮ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দ্রব্যমূল্য সহনীয় রাখতে না পারার ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে।
নিত্যপণ্য নিয়ে সারাদেশের বাজারে তেলেসমাতি চলছে বলেও মন্তব্য তার। রংপুরের পল্লী নিবাসে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপে তিনি এই অভিযোগ করেন। জিএম কাদের আরো বলেন, অবস্থা বুঝে আগামী জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ের ব্যবস্থা নেবে তার দল। এখন পর্যন্ত ৩০০ আসনে প্রার্থী দেয়ার সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে আছে। তিনি জানান, দলের বাইরে কারো কোন সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার নেই। এর আগে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রায়াত এইচ এম এরশাদের কবর জিয়ারত করেন জিএম কাদের।
















