দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টি।
সকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড় প্রেসক্লাব চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে দেশে চলমান দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের আহবান জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারী দেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পাটির সভাপতি আমিনুল ইসলাম ঝন্টু, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক গাজী মির্জা ফারুক আহমেদ, জেলা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম খান সহ অনেকে বক্তব্য রাখেন।










