দ্বৈত নাগরিকের প্রার্থী হওয়ার ক্ষেত্রে ইসি’র নমনীয়তা গ্রহণযোগ্য নয় : সুজন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
দ্বৈত নাগরিকের প্রার্থী হওয়ার ক্ষেত্রে ইসি’র নমনীয়তা কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক- সুজনের সম্পাদক ড: বদিউল আলম মজুমদার। কমিশনকে আরও কঠোরতা প্রদর্শন করার দাবি জানান তিনি।
দুপুরে, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরও বলেন, নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের সহায়ক পরিবেশ সৃষ্টিতে ইসিকে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা রক্ষা ও মানুষের নিরাপত্তা বিধানে আইনানুগ পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেন তিনি। এআইয়ের যুগে অনেক অপতথ্য ছড়াতে পারে, এ ব্যাপারে কমিশনকে তৎপর ও সজাগ থাকার আহ্বান জানান সুজন সাধারণ সম্পাদক।



















