দ্বিতীয় দফায় উখিয়া থেকে আরও অন্তত ১ হাজার রোহিঙ্গা সদস্যকে ভাসানচর নিয়ে যাওয়া হচ্ছে

- আপডেট সময় : ০৫:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
দ্বিতীয় দফায় কক্সবাজারের উখিয়া থেকে আরও অন্তত ১ হাজার রোহিঙ্গা সদস্যকে ভাসানচর নিয়ে যাওয়া হচ্ছে। আজ তাদের চট্টগ্রামে নিয়ে রাখা হবে।
সোমবার দুপুরে উখিয়া ডিগ্রী কলেজ ক্যাম্পাস থেকে তাদের নিয়ে চট্টগ্রাম নৌবাহিনীর ঘাঁটির উদ্দেশ্যে রওনা হয় ২০টি বাস। এর আগে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের জন্য রোববার রাতেই অনেককে উখিয়ার কুতুপালং সংলগ্ন ট্রানজিট ক্যাম্পে এনে রাখা হয়। অনেকে সেখানে আসেন সোমবার সকালে। তাদের স্থানান্তর প্রক্রিয়া সুষ্ঠু রাখতে ঘুমধুম ট্রানজিট ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রী কলেজ ক্যাম্পাস পর্যন্ত মোতায়েন রয়েছে আইন-শৃংখলা বাহিনী। এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। এদিকে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গা এবং স্থানীয় ৩০ হাজার পরিবারের অন্তত ১ লাখ ২০ হাজার অসহায় দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সৌদি সরকার।