দ্বিতীয় জুমা’য় স্বাস্থ্যবিধি মেনে জামাতে নামাজ আদায় করেছেন মুসল্লিরা

- আপডেট সময় : ০৭:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতির মাঝে রোজা শুরুর পর, দ্বিতীয় জুমা’য় স্বাস্থ্যবিধি মেনে জামাতে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ প্রতিটি মসজিদে নামাজে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান। নামাজ শেষে মোনাজাতে করোনা থেকে মুক্তির আশায় কান্নায় ভেঙ্গে পড়েন তারা। পরে প্রতিক্রিয়ায় জুমার নামাজ আদায় করতে পেরে খুশি হলেও স্বাস্থবিধি নিয়ে মুসল্লিরা জানান মিশ্র প্রতিক্রিয়া।
করোনা সংক্রমণ ঠেকাতে দীর্ঘ একমাস পর, ঝুঁকিতেও ব্যাপক পরিসের মসজিদে জুমার নামাজ আদায়ের সুযোগ পান মুসল্লীরা।
১৪ রোজার দিনে জুমা আদায়ের সুযোগ হওয়ায় করোনা ঝুঁকি উপেক্ষা করে এভাবেই জাতীয় সমজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায়ে করতে আসেন মুসল্লীরা।
করোনার সংক্রমণের শঙ্কায় ও স্বাস্থ্য বিধি মেনে মুসল্লীদের উপস্থিতি কমানোর কারণে, জামায়াতে নামাজ আদায় করতে না পেরে আক্ষেপের কথা জানান অনেকে। তবে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনণের ব্যবস্থা নেয়ার কথা জানায় ইসলামী ফাউন্ডেশন। তবে যারা মসজিদের ভেতরে নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন, খুশির কথা জানান তারা।
নামাজের সময় স্বাস্থ্য বিধি পরিপালনে মুসল্লীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মুসল্লীর সচেতনতায় নামাজ আদায়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনার কথা তুলে ধরেন বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব। নামাজ আদায়ের পর করোনা থেকে মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে কান্নায় ভেঙ্গে পড়েন উপস্থিত মুসল্লীরা।