দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
- আপডেট সময় : ০৯:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রুদ্ধশ্বাস ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়ে এলিমিনেটর বাধা টপকায় চট্টগ্রাম। মিরপুরে চ্যাডউইক ওয়াল্টনের তাণ্ডবে ৫ উইকেটে ১৮৯ রানের পাহাড় গড়ে চ্যালেঞ্জার্স। ৪৪ বলে ৮৯ রানের হার না মানা ইনিংস খেলেন ওয়াল্টন। জবাবে আন্দ্রে ফ্লেচারের অপরাজিত ৮০ রানের ইনিংসও পারেনি খুলনার হার এড়াতে। ৫ উইকেটে ১৮২ রান তোলে মুশফিকের দল।
অনেক অস্বস্তি পর স্বস্তির নি:শ্বাস.. অবশেষে দ্বিতীয় কোয়ালিফায়ার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটার চ্যালেঞ্জ সবসময় নিজেদের সঙ্গে। নানা বিতর্ক, কয়েকদফা অধিনায়ক বদল এবং লিগ পর্বে নাটকীয়তা দেখিয়েছে দলটি। তবে, আপাতত শুধুই প্রাপ্তি, এগিয়ে যাওয়ার উল্লাস।
বাঁচা-মরার ম্যাচে খুলনাকে ১৯০ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় চট্টগ্রাম। বড় সংগ্রহে কারিগর একজন চ্যাডউইক ওয়াল্টন। অসুস্থতায় খেলতে না পারা উইল জ্যাকসের দায়িত্ব কাঁধে নিয়ে লড়েছেন এই ওয়েস্ট ইন্ডিজ তারকা।
৬৪ রানে ৪ উইকেট হারিয়ে যখন খাদের কিনারে চট্টগ্রাম, তখন ওয়াল্টন-মিরাজের ১১৫ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে। মিরাজের ৩৬ রানের বিপরীতে ৮৯ রানে অপরাজিত থেকে দলকে স্বস্তি দিয়েছেন ওয়াল্টন। খুলনার স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৮৯।
জবাবে মাহেদি, সৌম্যের দ্রুত বিদায়েও হাল ছাড়েনি খুলনা টাইগার্স। লড়াকু মানসিকতায় স্বপ্ন দেখিয়েছেন আন্দ্রে ফ্লেচার ও মুশফিকুর রহিম।
৪৩ রানে মুশফিকের বিদায়ে হাল ধরেন ইয়াসির আলী রাব্বি। তার ২৪ বলে ৪৫ রানের ইনিংসে জয়ের স্বপ্ন দেখে খুলনা টাইগার্স। তবে, দিনটা যে মুশফিকদের না। শেষ ১২ বলে ২৪ রানের সমীকরনে অসহায় খুলনা। ৮০ রানে অপরাজিত থেকে আন্দ্রে ফ্লেচার পরাজিত সৈনিক।
শেষ পর্যন্ত ৭ রানের আক্ষেপে পড়লো খুলনা। দ্বিতীয় কোয়ালিফায়ারের উৎসবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।










