দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত

- আপডেট সময় : ০১:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। এর আগে প্রথম ইনিংসে ভারতের ১৯১ রানের বিপরীতে ব্যাট করতে নেমে ২৯০ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস।
৩ উইকেটে ৫৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানের কেউই সুবিধা করতে পারেননি। এরপর ৮৯ রানের জুটি গড়েন জনি বেয়ারেস্টো ও ওলি পোপে। বেয়ারেস্টো ৩৭ রানে ফিরলে ভাঙ্গে এই জুটি। পোপের ৮১, মইন আলির ৩৫ আর ক্রিস ওকসের অর্ধশতকে ৯৯ রানের লিড নিয়ে থামে ইংলিশদের প্রথম ইনিংস। ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন উমেশ যাদব। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ভারত। কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান নিয়ে শেষ করে দ্বিতীয় দিন। রোহিত শর্মা ২০ আর লোকেশ রাহুল অপরাজিত আছেন ২২ রান নিয়ে। পাঁচ ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজের প্রথম টেস্ট হয়েছে ড্র।