দ্বাদশ সংসদ নির্বাচনে সব কেন্দ্রে ইভিএমের ব্যবহার চায় আওয়ামী লীগ

- আপডেট সময় : ০৭:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সব দল চাইলেই অবাধ,সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আইয়াল। এতে সরকারের সহায়তাও কামনা করেন তিনি। নির্বাচন কমিশনে ইভিএম নিয়ে রাজনৈতিক দলের সাথে সংলাপে এসব কথা বলেন সিইসি। আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে তিন’শ আসনে ইভিএম চায় তারা। বিএনপিকে ভোটে আনার দায়িত্ব কেউ নেবেনা। নিজ দায়িত্বেই তারা আসবে বলে মন্তব্য করেন তিনি।
ইভিএমের কারিগরি দিক নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে রাজনৈতিক দলের সাথে শেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগসহ ১০টি দলের প্রতিনিধিরা অংশ নেয়।
সূচনা বক্তব্যে সিইসি বলেন, ইভিএম ইস্যুতে সব দলের মতামত নিয়ে বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত নেবে ইসি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, নির্বাচনে সব আসনে ইভিএম চায় আওয়ামী লীগ।
ইভিএমে ভোটের পক্ষে বিপক্ষে মত মতামত উঠে আসে রাজনৈতিক দলগুলোর আলোচনায়।
তবে, কোন কোন দল ইভিএম এর ত্রুটি, পেশী শক্তির ব্যবহার এবং নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।
এসময় বিএমটিএফের ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন, ইভিএমে ভোট চুরির কোনো সুযোগ নেই।
সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলের ঐক্য চায় ইসি। আওয়ামী লীগ নয়, সরকার থেকে সহায়তা কামনা করেন সিইসি।
সংলাপ শেষে ওবায়দুল কাদের বলেন, সরকার বা ইসির অনুরোধে নয়, বিএনপি নিজ দায়িত্বেই নির্বাচনে আসবে।
আওয়ামী লীগ আগামী নির্বাচনে ৩’শ আসনেই ইভিএমে ভোট চায় বলে আবারও জানান, ওবায়দুল কাদের।