কাল দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ২৩৬৯ বার পড়া হয়েছে
কাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিউবুল আউয়াল। তিনি বলেন, ডিসেম্বর নয়, জানুয়ারিতেই হবে ভোট।
আগামীকাল বিকেল ৫টায় তফসিলের বিষয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এরপরেই প্রথমবারের মতো সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ ভাষণেই ঘোষণা হবে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল। আজ নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে। বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার চূড়ান্তভাবে ঘোষণা করা হবে তফসিল। এরপরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ জানা যাবে।

 
																			 
																		













