দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত করতে যাচ্ছে নির্বাচন কমিশন
- আপডেট সময় : ০৪:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
২০২৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত করতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন।
রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শ করার পর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, আগামী রোববার থেকে ধারাবাহিক সংলাপে বসছে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, নির্বাচন বিশ্লেষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক হবে। মোহাম্মদ আলমগীর আরো বলেন, ইসি এখনো কোনো নিজস্ব কর্মপন্থা বা কর্মপরিকল্পনা ঠিক করেনি। অংশীজনদের সঙ্গে সংলাপ তথা আলাপ-আলোচনা করার পরেই রোডম্যাপ ঠিক করা হবে। প্রথমে রোডম্যাপের একটি খসড়া করা হবে। এরপরে সেটা নিয়ে আবার আলাপ-আলোচনা হবে। কীভাবে তা বাস্তবায়ন করা যায়, সেটা বিশ্লেষণ হবে। এরপরেই চূড়ান্ত হবে রোডম্যাপ।










