দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া-১ আসনের এমপি’র ফুপাতো ভাইকে কুপিয়ে হত্যা

- আপডেট সময় : ০৭:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুরে বিবাদমান দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আ.ক.ম সরোয়ার জাহান বাদশার ফুপাতো ভাই হাসিনুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
সকাল ৭টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর বাজারে প্রতিপক্ষের হামলায় হাসিনুর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসিনুর রহমান দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার মৃত ডা. জাকির হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়রা জানায়, কয়েকবছর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহাবুল নামের এক যুবককে হত্যা করে প্রতিপক্ষরা। শাহাবুলের হত্যার পরে দ্বন্দ্ব আরো বেড়ে যায়। এরই জের ধরে সকালে হাসিনুর রহমানকে ফিলিপনগর বাজারে নিহত শাহাবুলের পিতা মজিবর রহমান রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।