দেড় বছর পর আজ শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা

- আপডেট সময় : ১২:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনার কারণে বন্ধ থাকার দেড় বছর পর আজ শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। সারাদেশে ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ করে এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার সাথে ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময়, প্রশ্নফাঁস নিয়ে বিভ্রান্ত না হতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহবান জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে একটি চক্র গুজব রটানোর চেষ্টায় আছে। কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
শারীরিক দূরত্ব নিশ্চিত করেই আসন বিন্যাস করা হয়েছে।
প্রতি বেঞ্চে কোনাকুনি একজন করে বসিয়ে করা হয়েছে আসনবিন্যাস। এবার সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা।