দেশ ও গণতন্ত্রের মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহবান

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দেশ ও গণতন্ত্রের মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরো বলেন, ফ্যাসিবাদী সরকারের জুলুম অত্যাচারের কারণে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ নেই। তাই ধৈর্যের সঙ্গে কৌশলী হচ্ছে বিএনপি।এসময় তিনি আরো বলেন, সাংবাদকর্মীরা অনেক চ্যালেঞ্জের সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এছাড়া তিনি আরো বলেন, সরকারের সব অপকর্ম প্রকাশের ভয়ে সুকৌশলে গণতন্ত্র হত্যা করে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।করোনাভাইরাস মহামারী আকার ধারণ করছে উল্লেখ করে এ ভাইরাস থেকে মুক্তির জন্য দেশের জনগণকে সচেতন হওয়ার আহবান মির্জা ফখরুল।