দেশে সারের কোন সংকট নেই : কৃষিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে সারের কোন সংকট নেই। সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি।
দুপুরে যশোর ইটিআই অডিটোরিয়ামে আয়োজিত কৃষি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এসময় মন্ত্রী আরো বলেন, বিএনপি জামায়াতের আমলে সারের মূল্য ৯০ টাকায় নিয়ে ঠেকিয়েছিল। শেখ হাসিনার সরকারের ১৩ বছরের মধ্যে সারের মূল্য বাড়েনি বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী।