দেশে সবাই উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা চায় : ড. আকবর আলি খান

- আপডেট সময় : ০৮:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, দেশে সবাই উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা চায়। যেখানে থাকবে সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন এবং কথা বলার অধিকার। সকালে রাজধানীর একটি হোটেলে ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আকবর আলি খান আরও বলেন, ধর্মনিরপেক্ষতার জন্য গণতন্ত্র প্রয়োজন। গণতন্ত্র থাকলেই কেবল সুশাসন প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের পরিস্থিতিতে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন একসঙ্গে হবে না বলেও মন্তব্য করেন তিনি। সবার আগে প্রয়োজন গণতন্ত্র। ধর্মনিরপেক্ষতার জন্যও গণতন্ত্রের প্রয়োজন বলে মত দেন তিনি। সুশাসন নিশ্চিত না হলে উন্নয়ন হয় না। তাই উন্নয়নের জন্য সুশাসন প্রয়োজন। এই প্রবীণ অর্থনীতিবিদ আরো বলেন, ১৯৭১ সালের অবস্থা থেকে দেশ অনেক ভালো অবস্থানে এসেছে। তবে, মনে রাখতে হবে, দারিদ্র্য শুধু আমাদের দেশে নয়, অন্য দেশেও কমেছে। কিন্তু বৈষম্য কমেনি।