দেশে মহাদু’র্যোগের আরেক নাম বিএনপি : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
বিএনপি এক মহাদুর্যোগের নাম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি নেতা তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামীর নির্দেশ কেউ মানবে না বলেও প্রত্যাশা করেন ওবায়দুল কাদের। বলেন, সমাবেশ নয় সারাদেশে বনভোজনের আয়োজন করেছে বিএনপি। সমাবেশে উপস্থিত আছেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ প্রায় এক ডজন কেন্দ্রীয় নেতা। ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হল মাঠের সম্মেলনকে ঘিরে নগরজুড়ে উৎসবের আমেজ দেখা গেছে। সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হচ্ছেন। আজ নতুন কমিটি ঘোষণা হতে পারে।