দেশে দুই চিকিৎসকসহ করোনায় আক্রান্ত আরো চারজন শনাক্ত

- আপডেট সময় : ০২:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দেশে দুই চিকিৎসকসহ করোনায় আক্রান্ত আরো চারজন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। তবে নতুন করে করোনা আক্রান্ত কোনো রোগী মারা যায়নি। সকালে ঢাকার মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, দেশে সামাজিকভাবে করোনা ছড়িয়ে পড়তে শুরু করেছে। তবে তা ব্যাপক আকারে নয়। নতুন আক্রান্ত চারজনের এখন চিকিৎসাধীন অবস্থায় শারীরিকভাবে স্বাভাবিক রয়েছেন বলেও জানান ডা. সেব্রিনা ফ্লোরা।
সারাবিশ্বের সাথে দেশে করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি জানাতে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক জানান, করোনা সন্দেহে গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে নতুন করে করোনা আক্রান্ত ৪ জনকে শনাক্ত করা হয়েছে। সতর্কতার মাঝেও দেশে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সীমিত আকারে হলেও সামাজিকভাবে এখন দেশে করোনা ছড়িয়ে পড়তে শুরু করেছে বলেও জানান তিনি। যাদের মাঝে করোনা সংক্রমণ দেখা দিচ্ছে সবারই নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে জানান আইইডিসিআর পরিচালক।
করোনা ভাইরাসকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে, তিনি বলেন, পিপিই সমস্যা সমাধানসহ সব ধরনের সমস্যা সমাধানে দেশি-বিদেশী সংস্থাগুলো সহেযাগিতা করছে।
করোনা প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. সেব্রিনা ফ্লোরা।