দেশে জঙ্গিবাদ যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণে রয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
দেশে জঙ্গিবাদ যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে র্যাব মহা-পরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন । তিনি বলেন, জঙ্গিবাদ দমনের সফলতা ধরে রাখতে নিয়মিত কাজ করছে রেবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সকালে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার চার বছর পালন উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি। এ সময় জঙ্গি সংগঠনগুলোর সক্ষমতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। জঙ্গিবিরোধী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে। এদিকে, হলি আর্টিসান হামলাকে ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে বড় জঙ্গি হামলা বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম। সকালে হলি আর্টিজান বেকারিতে হামলায় নিহতদের শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।
















