দেশে গমের পর্যাপ্ত মজুত রয়েছে : বাণিজ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
দেশে গমের পর্যাপ্ত মজুত রয়েছে। এ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত গম রপ্তানি বন্ধ করলেও বাংলাদেশের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। জিটুজি পদ্ধতিতে আনা যাবে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশে তেলের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে বিকল্প বাজারে না গিয়ে দেশেই সরিষা ও রাইস ব্রান তেলের উৎপাদন বাড়ানোর চেষ্টা করার কথা জানান তিনি। শুধু ধানের তুষ রফতানি বন্ধ করে বছরে ৭ লাখ টন তেল উৎপাদন সম্ভব বলেও জানান টিপু মুনশ্।