দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়নি

- আপডেট সময় : ০৬:৪৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়নি। আক্রান্ত ৪৮ জনের মধ্যে আরও চারজন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। এছাড়া এসময়ে নতুন করে কোনো মৃত্যুও নেই। দুপুর রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এসময় আইইডিসিআরের আরেক পরিচালক ডা.মো. হাবিবুর রহমান দেশব্যপী করোনা আক্রান্ত রোগীদের পরিক্ষা কার্যক্রম তুলে ধরেন।
দেশে করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি জানাতে অনলাইনে ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন করোনার মূল ইপি সেন্টার উল্লেখ করে বিশ্ব পরিস্থিতি তুলে ধরেন।
পরে দেশের পরিস্থিতি তুলে ধরে আইইডিসিআর পরিচালক জানান, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হননি। বরং এ পর্যন্ত আক্রান্ত ৪৮ জনের মধ্যে আরও চারজনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। নতুন করে কোনো রোগী মারা যাননি বলেও জানান তিনি।
এসময় সামাজিক ভাবে যেসব এলাকায় সংক্রমন ছড়িয়ে পড়েছে, সীমিত আকারের সেসব এলাকা গভীরভাবে পর্যবেক্ষণ চলছে।
এর আগে আইইডিসিআরের আরেক পরিচালক ডা. হাবিবুর রহমান জানান, করোনা মোকাবিলায় দেশের ৬৪ জেলা ,৬১ উপজেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ঢাকায় সরকারি হাসপাতালগুলোতে পিসিআর ল্যাবেরেটরি বসানোর কাজ চলছে।
এসময় পিপিই ব্যবহারের নির্দেশনা জানতে চাইলে ডা. হাবিবুর রহমান এটি ব্যবহারে নির্দেশনা তুলে ধরে বলেন, দেশে এখন পিপিইর সমস্যা নেই।
দেশের যেখানে করোনার রোগী পাওয়া যাচ্ছে, সেখানেই আইইডিসিঅআর প্রতিনিধি চিকিৎসা সেবা দিচ্ছেন বলেও জানান তিনি।