দেশে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস আক্রান্ত কাউকে পাওয়া যায়নি

- আপডেট সময় : ০২:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস আক্রান্ত কাউকে পাওয়া যায়নি, জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ।
সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। তিনি আরো জানান, করোনাভাইরাস আক্রান্ত তৃতীয় রোগীও সুস্থ হয়ে উঠছেন। সর্বশেষ নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। ২৪ ঘণ্টার মধ্যে আরেকবার নমুনা পরীক্ষা নেগেটিভ আসলেই তাকে করোনামুক্ত ঘোষণা করা হবে। এরই মধ্যে আক্রান্ত অপর দু’জনের পরপর দুবার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়ায় তাদের করোনা মুক্ত ঘোষণা করা হয়। এ নিয়ে আইইডিসিআর ল্যাবরেটরিতে ২৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা আক্রান্ত সন্দেহে ৯ জনকে হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৪ জন। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর থেকে সেবা গ্রহণ করেছে ৩১ জন।