দেশে করোনা শনাক্তের এক বছর আজ

- আপডেট সময় : ০১:১২:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দেশে করোনা শনাক্তের এক বছর আজ। ২০২০ সালের এই দিন প্রথম দেশে করোনা রোগী শনাক্ত করা হয়।
এক বছরে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৪শ ৪২ জন। শনাক্তের সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়েছে। গেলো বছরের মার্চে সংক্রমণ শুরুর পর জুলাই পর্যন্ত দৈনিক শনাক্ত রোগী বেড়েছে। এর পর থেকে কমতে শুরু করে সংক্রমণ। এছাড়া ডিসেম্বর থেকে সংক্রমণ কমের দিকে। শীতে করোনা সংক্রমণের মাত্রা বাড়বে এমন আশঙ্কায় দেশে বাড়তি সতর্কতার কথা জানান বিশেষজ্ঞরা। কিন্তু শনাক্তের ক্ষেত্রে দেখা যায় উল্টো চিত্র। নমুনা পরীক্ষার বিপরীতে ডিসেম্বর থেকে দেশে শনাক্তের হার কমতে থাকে। আর গেলো মাসে সংক্রমেণের হার ছিলো সর্বনিম্ন। এদিকে দেশে গণহারে করোনা টিকাদান কর্মসূচি হয় ফেব্রুয়ারির ৭ তারিখে। এই এক মাসে টিকা নিয়েছেন প্রায় ৩৮ লাখ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন সদ্য উন্নয়নশীল তকমা লাগানো দেশটি। তবে করোনাকালে স্বাস্থ্য খাতের যে ক্ষতগুলো বেরিয়ে এসেছে, ভাবতে হবে সেগুলো নিয়েও।