দেশে করোনায় নতুন করে আরো তিন জন মারা গেছেন
- আপডেট সময় : ০৭:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
দেশে করোনায় আরো তিন জন মারা গেছেন। এ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত ৩৫ জনসহ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১শ ২৩ জন। এদের মধ্যে ঢাকায় ৬৪ জন আর নারায়ণগঞ্জে ২৩ আক্রান্ত রয়েছেন। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানিয়ে বলেন, করোনা ঝুঁকিপূর্ণ এলাকা লকডাউন করা হয়েছে। আর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, দেশের ১৫টি জেলায় করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তিনি জানান, তিনজন মারা গেলেও, নাম বিভ্রান্তির কারণে, স্বাস্থ্যমন্ত্রী চারজনের কথা বলেছেন।
দেশের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে অনলাইনের এই নিয়মিত ব্রিফিং করে, রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট-আইইডিসিআর।
২৪ ঘন্টায় করোনায় মৃত ও নতুন শনাক্তের তথ্য জানান প্রতিষ্ঠানের পরিচালক।
করোনার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে লকডাউনের কথা জানান ডা. সেব্রিনা ফ্লোরা।
করোনা সংক্রমন ঠেকাতে প্রয়োজনের বাইরে কাউকে ঘর থেকে বের না হয়ার পরামর্শ দেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।
২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দেয়া চারজনের তথ্যের ব্যাখা তুলে ধরেন তিনি।
গেলো ২৪ ঘণ্টায় ৩০ জন প্রাতিষ্ঠানিকসহ ৭শ ৩৯ জনকে কোয়ারেন্টিনে আর ২৩ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলেও জানান ডা. আবুল কালাম আজাদ।



























