দেশে করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্তের নতুন রেকর্ড ২৫২৩ জন

- আপডেট সময় : ০৪:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
দেশে করোনায় রোগী শনাক্তে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। একদিনের নতুন রেকর্ড ২ হাজার ৫’শ ২৩ জন। আর আক্রান্ত রোগীর সংখ্যা ৪২ হাজার ৮৪৪ জন। এদিকে গেলো ২৪ ঘন্টায় আরও ২৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮২ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। রোববার থেকে অফিস খুলছে তাই সবাইকে আরো বেশি সতর্ক থাকার তাগিদ দেয়ার পাশাপাশি মাস্ক ছাড়া ঘরের বাইরে না বেরুনোর পরামর্শ দেন তিনি।
যতই দিন যাচ্ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। প্রতিদিন অনলাইন ব্রিফিং সেসব তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর।
দুপুরে ব্রিফিংয়ে ২৪ ঘন্টার ব্যবধানে দেশে করোনায় মৃত ও শনাক্ত রোগীর তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক।
মৃত্যুবরণকারীদের পরিসংখ্যানের সঙ্গে তিনি তুলে ধরেণ তাদের বাসস্থান ও বয়সের তথ্য।
নতুনসহ সুস্থ হওয়া করোনা রোগীদের কথাও জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
রোববার থেকে সাধারণ ছুটি থাকছে না; খুলছে অফিসসহ কলকারখানা। তাই করোনা সংক্রমণ রোধে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন ডা. নাসিমা সুলতানা।