দেশে করোনা শনাক্তের সংখ্যা দুই লাখ ছাড়ালো
- আপডেট সময় : ০৭:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
দেশে করোনা শনাক্তের ১৩৪ দিনে শনাক্তের সংখ্যা দুই লাখ ছাড়ালো। নতুন দুই হাজার ৭০৯ জনসহ এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়াল দুই লাখ দুই হাজার ৬৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৪ জন। এই পর্যন্ত করোনায় দুই হাজার ৫৮১ জনের মৃত্যু হয়েছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
এসময় তিনি বলেনর, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১০ হাজার ৬৩২টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৯২৩ টি। এখন পর্যন্ত ১০ লাখ ১৭ হাজার ৬৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৭৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট এক লাখ ১০ হাজার ৯৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৯ জন পুরুষ জন এবং পাঁচ জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ দুই হাজার ৪০ জন এবং নারী ৫৪১ জন।























