দেশে করোনায় একদিনে আরও ৩৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সারাদেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট মারা গেছেন ২ হাজার ৬১৮ জন। আর নতুন করে ২ হাজার ৪শ’ ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লক্ষ ৪ হাজার ৫২৫ জনে। নতুন করে মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ৮ জন নারী।
দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৩৫টি নমুনা সংগ্রহ করে ১০ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হলো। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ হাজার ৬৯ জন এবং নারী ৫৪৯ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে তিনজন, সিলেট বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে একজন, রংপুর বিভাগে একজন এবং খুলনা বিভাগে ৭ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে ৩২ জন এবং বাসায় ৫ জন মারা গেছেন।























