ছুটির পর প্রথম কর্মদিবসে করোনায় রেকর্ড ৪০ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৫:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
দেশে করোনায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে; যা এযাবতকালে একদিনে সর্বোচ্চ। এনিয়ে মোট প্রাণহানি ৬৫০ জনের। ২৪ ঘন্টায় ১১ হাজার ৮৭৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫’শ ৪৫ জনের। এতে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ১৫৩ জনে। দুপুরের স্বাস্থ্য অধিদপ্তেরর অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।
করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে গেলো ২৪ ঘন্টার পরিসংখ্যান তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক।
মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৭ জন নারী আর সর্বোচ্চ মৃত্যু ঢাকায়; এরপরই চট্টগ্রামের অবস্থান। সুস্থ হওয়ার তথ্যও তুলে ধরেন তিনি।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ বলেও জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
বরাবরের মতোই করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানাসহ বেশ কিছু পরামর্শ দেন, অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।