দেশে এখনো দুর্নীতি-অনিয়ম বিদ্যমান: পরিকল্পনামন্ত্রী

- আপডেট সময় : ০৯:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান বলেছেন, দেশে এখনো দুর্নীতি-অনিয়ম বিদ্যমান। এসবের আগ্রাসন দূর করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
দুপুরে এফডিসিতে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রস্তুতি নিয়ে ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতা করে ডিবেট ফর ডেমোক্রেসি। এই অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, কিছু দল আগে নির্বাচনে আসতে চায় না। কিন্তু, পরে ঠিকই আসে এবং হেরেও যায়। এসময় এলডিসির চ্যালেঞ্জ উত্তরণে হাসান আহমেদ চৌধুরী কিরণ ১০ দফা সুপারিশ তুলে ধরেন পরিকল্পনামন্ত্রীর কাছে। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চুড়ান্ত সুপারিশ করেছে জাতিসংঘ। তিনি বলেন, দেশের এই অর্জন গৌরব ও সম্মানের। তবে নানারকম প্রতিকূলতাও রয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি কতটুকু তা এখন আলোচনার বিষয়।