দেশে একদিনে রেকর্ড ২০২৯ করোনা রোগী শনাক্ত

- আপডেট সময় : ০৪:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
দেশে করোনায় একদিনে ২ হাজার ছাড়িয়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে এযাবতকালের রেকর্ড ২ হাজার ২৯ জন। এ নিয়ে মোটা আক্রান্ত ৪০ হাজার ৩২১ জন। নতুন করে ১৫ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫৯ জনে। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দিন যতই বাড়ছে সেইসাথে সারাদেশে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরও তুলে ধরে করোনার সবশেষ পরিস্থিতি।
অতিরিক্ত মহাপরিচালক জানান, একদিনে রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সেইসাথে তুলে ধরেন ২৪ ঘন্টায় নতুন মৃতের সংখ্যা।
ঢাকাসহ সারাদেশে মৃত্যুবরণকারীদের পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি তিনি জানান সুস্থ হওয়াদের তথ্য।
সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে নমুনা সংগ্রহ ও করোনা পরীক্ষা শুরু হয়েছে বলেও জানান, এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সঠিক নিয়মে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।