দেশে অস্থিরতা সৃষ্টি করতে নড়াইলের মতো পরিকল্পিত ঘটনা ঘটানো হচ্ছে : ফরিদুল হক খান
- আপডেট সময় : ০৭:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
দেশে অস্থিরতা সৃষ্টি করতে নড়াইলের মতো পরিকল্পিত ঘটনা ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দাবি করেছেন, ফেসবুকে উস্কানিমুলক পোষ্ট দিয়ে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির যোগসুত্র খুঁজে পাওয়া গেছে। ঢাকা ও নড়াইলে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সচিবালয়ে “সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সম্প্রীতি রক্ষায় মন্ত্রণালয়ের জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।
এদিকে, নড়াইলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান তিনি।
এ সময় স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















