দেশের ৫টি পৌরসভা, ১০ উপজেলা ও ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গণনা
- আপডেট সময় : ০৭:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৬২১ বার পড়া হয়েছে
দেশের ৫টি পৌরসভা, ১০ উপজেলা ও ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখন চলছে ভোট গণনা।
পাঁচ পৌরসভায় সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। আর উপজেলাগুলোতে সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট শেষ হয় বিকেল ৫টায়। ফরিদপুর সদর ও মধুখালী, গাইবান্ধার পলাশবাড়ী, মাদারীপুরের রাজৈর ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় হচ্ছে সাধারণ নির্বাচন। তবে, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী তফাজ্জল হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু কাউন্সিলর পদে ভোট হয়। এছাড়া নওগাঁর রাণীনগর, পাবনার ঈশ্বরদী ও বেড়া, সাতক্ষীরার দেবহাটা, যশোরের বাঘারপাড়া, রাজবাড়ীর গোয়ালন্দ, নোয়াখালীর বেগমগঞ্জ ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর যশোর সদর ও বগুড়ার শেরপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহন শেষে ভোট গণনা চলছে। নিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল আনসার, পুলিশ, রেব ও বিজিবি মোতায়েন রয়েছে।



















