দেশের ১৬৭টি চা-বাগানের শ্রমিক ধর্মঘট নিরসনে শ্রীমঙ্গলে শ্রম মহাপরিচালকের সাথে চলছে আলোচনা

- আপডেট সময় : ০২:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দৈনিক মজুরী ১২০ থেকে ৩০০ টাকা করার দাবিতে গত শনিবার থেকে অর্নিদিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সারাদেশের চা শ্রমিকরা। রবি ও সোমবার দু’দিনের বিরতি দিয়ে আজ থেকে আবারো অর্নিদিষ্টকালের কর্মবিরতিতে ফিরেছেন হবিগঞ্জের ২৪টি চা বাগানসহ দেশের ১৬৭টি বাগানের শ্রমিকরা।
এদিকে, সংকট নিরসনে আজ শ্রীমঙ্গলের শ্রম অধিদফতর কার্যালয়ে চা শ্রমিক নেতাদের নিয়ে সকাল সাড়ে ১১টায় বৈঠকে বসেছেন মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী। চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, শ্রম অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক আহবান করায় মহাসড়ক অবরোধের বিষয়টি একদিন স্থগিত করা হয়েছে। বৈঠকে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের চা শ্রমিক নেতারা শ্রীমঙ্গল শ্রম দফতরের কর্মকর্তাদের সংগে বৈঠক করলেও তা ফলপ্রসূ হয়নি। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকে এ কর্মবিরতির ফলে চায়ের ভরা মৌসুমে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কারখানাগুলো। ধর্মঘটে ফ্যাক্টরী বন্ধ হয়ে যাওয়ায় উত্তোলনকৃত হাজার হাজার কেজি কাচা চা-পাতা এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। শ্রমিক নেতারা জানান, ২০২১ সালের জানুয়ারী থেকে নতুন মজুরী কার্যকর হওয়ার সিদ্ধান্ত থাকলেও পার হয়ে গেছে ১৯ মাস। এরপরও মজুরী ১২০ টাকা থেকে বাড়ানো হয়নি। চা সংসদের সাথে ১২০ টাকা থেকে বাড়িয়ে দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবী থাকলেও চা মালিক সমিতি মাত্র ১৪ টাকা মজুরী বাড়ানোর প্রস্তাব দেয়।