দেশের ১১ জেলায় সাম্প্রতিক বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়

- আপডেট সময় : ০২:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বৃষ্টির পানি আর উজানের ঢল অব্যাহত থাকায় পানি বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এদিকে, দেশের ১১ জেলায় সাম্প্রতিক বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ধরলার পানি বিপদসীমার ওপরে কিছুটা স্থিতিশীল অবস্থায় থাকলেও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে দুটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে পড়ছে নতুন নতুন এলাকা। জেলা প্রশাসন থেকে বন্যা কবলিতদের জন্য ২শ’ ৯৫ মেট্রিক টন চাল, নগদ ১১ লাখ টাকা, ১হাজার প্যাকেট শুকনো খাবার, ১৭ লাখ টাকার শিশু খাদ্য ও ১৯ লাখ টাকার গো-খাদ্য বরাদ্দ দেয়া হলেও এখনও পুরোপুরি ভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়নি।
জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ বন্যায় ৫০৪ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
সিরাজগঞ্জে যমুনা নদীতে গত ২৪ ঘন্টায় কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে পানি আরও ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সকাল ৬ টা পর্যন্ত বিপদসীমার ২২ এবং সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টেও আরও ১৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।