দেশের স্বার্থবিরোধী কাজে বিএনপি-জামায়াত ৮টি প্রতিষ্ঠানকে লবিস্ট হিসেবে নিয়োগ দিয়েছিলো

- আপডেট সময় : ০১:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দেশের স্বার্থবিরোধী কাজে বিএনপি-জামায়াত ৮টি প্রতিষ্ঠানকে লবিস্ট হিসেবে নিয়োগ দিয়েছিলো বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।তিনি বলেন, এর আগে ২০১৪ সালে প্রথম যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য দেড় লাখ ডলার ব্যয়ে একটি মার্কিন প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় তারা।
সকালে জাতীয় সংসদে ৩০০বিধিতে দেয়া বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিএনপির সঙ্গে লবিস্ট প্রতিষ্ঠানগুলোর চুক্তিপত্রগুলো সরকারের কাছে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের স্বার্থের বিরুদ্ধে বিএনপির এই অপতৎপরতা তাদের নেতাকর্মীরাও সমর্থন করবে না। এসময় দলের শীর্ষ কয়েকজন নেতার এই অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলবেন, এমন আশাবাদ ব্যক্ত করেন ড. মোমেন। সরকারের পক্ষ থেকে লবিস্ট নিয়োগের অভিযোগ অস্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক্ষেত্রে সরকার ও দেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার।