দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর তাগিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সাইবার জগতে ভালো কিছুর পাশাপাশি অনেক খারাপ দিকও রয়েছে।
সকালে গণভবনে জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিলের সভায় একথা বলেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশের সাইবার অপরাধের কথা তুলে শেখ হাসিনা বলেন, এটা এখন অনেক বড় সমস্যা। এর মাধ্যমে নানা ধরনের সামাজিক সমস্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিকাশ ঘটছে বলেও জানান প্রধানমন্ত্রী। এসময় দেশের মানুষের মাঝেও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টির তাগিদ দেন সরকার প্রধান। পাশাপাশি বিজ্ঞান গবেষণার গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা আরও বলেন, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির উপর গবেষণাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
























